প্রকাশিত: Tue, Nov 28, 2023 12:40 PM
আপডেট: Sat, Jul 5, 2025 4:04 AM

[১]নৌকা ভার্সেস আওয়ামী লীগ, নির্বাচন হবে আমি আর মামুদের মধ্যে: রিজভী

শাহানুজ্জামান টিটু: [২] এক দফা আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী এই মন্তব্য করেন। 

[৩] মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলনে রিজভীকে এখনও গ্রেপ্তার করা হচ্ছে না স্বরাষ্ট্রমন্ত্রীকে সাংবাদিকদের এমন প্রশ্ন করায় জন্য কিছু সাংবাদিকেদের সমালোচনা করেন তিনি। 

[৪] সংবাদ সম্মেলনে তিনি নিবার্চনে  ডামি প্রার্থী  নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে বলেন, ব্যাপারটা দাঁড়িয়েছে যেন এ রকম: আমি, আমরা আর মামুরা। নির্বাচন হবে আমি আর মামুদের মধ্যে ! পাতানো ম্যাচ খেলবো দু'জন- তুমি আর আমি। সাইড লাইনে থাকবে টাকার বিনিময়ে খরিদ করা “কুইন্স পার্টি”, ভূঁইফোড় পার্টির নেতারা। আমাদের পায় কে ? 

[৫] রিজভী বলেন, শেখ হাসিনার প্রতিটি ভোট ডাকাতির অসাধারণ অভিনব মডেলগুলো দেখে অবাক তাকিয়ে আছে বিশ্ববাসী। আসন্ন নির্বাচনের শেখ হাসিনার ফর্মূলাকে সরকার পরিবর্তনের ভোট না বলে দলীয় কাউন্সিল বলা যেতে পারে। শেখ হাসিনা সারা পৃথিবীর মানুষকে বোকা বানাতে চান। 

[৬] তিনি বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ আর আন্তর্জাতিক মহলকে এই হাস্যকর সাজানো নাটক দিয়ে নয়ছয় বুঝানো সম্ভব নয়। শেখ হাসিনার হাতে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পঁচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। নির্বাচনের নামে বিরোধী দলের নেতাকর্মীদের কারাগারে ভরে নির্বাচনী সার্কাস করে লাভ নেই। বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু বধ করতে ১৮ কোটি জনগণের সঙ্গে আছেন গোটা গণতান্ত্রিক বিশ্ব। 

[৭] রিজভী বলেন,আদালত-নির্বাচন কমিশন-প্রশাসন,আইন-শৃঙ্খলা বাহিনীসহ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান সমস্ত সুতো শেখ হাসিনা রাখেন নিজের হাতের মুঠোয়। সুতরাং শেখ হাসিনার অধীনে কোন নির্বাচন যে কতখানি চোখ ধাঁধানো জালিয়াতির নির্বাচন হবে তা [৮] তিনি বলেন, জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষা করে শেখ হাসিনা আবারো ২০১৪ কিংবা ২০১৮ সালের মতো আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের দোসর খুদ-খুটে খাওয়া কতিপয় সুবিধাবাদী রাজনীতিককে নির্বাচনে দাঁড় করাতে বর্তমান ফ্যাসিস্টদের আস্তানা গণভবনে এমপি পদ বণ্টনের হাট বসিয়েছে। 

[৯] রিজভী বলেন, মাফিয়া চক্রের রাবারস্ট্যাম্প কাজী আউয়ালবাহিনী নির্বাচনী নাটকের নামে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা খরচ করে শেখ হাসিনার তৈরি করা এমপি তালিকায় বৈধতার সিলমোহর দেয়ার অপতৎপরতায় লিপ্ত। সম্পাদনা : সমর চক্রবর্তী